কোথা হে ভবের কাণ্ডারী

কোথা হে ভবের কাণ্ডারী!
একা আমি জীবন-তরী বাইতে নারি।

ভেবেছিনু নাই-বা এলে
ওহে ভবনদীর মাঝি,
যাব চলে আপন পালে
অবহেলে।
এখন মাঝ-গাঙেতে টুটল দড়ি,
ভাঙা নায়ে উঠল বারি।
হে কাণ্ডারী,
ভাঙা নায়ে উঠল বারি।
আমি দেখি নাই হে,
ভাঙা নায়ে উঠল বারি।

আজি এই বিপদকালে
ওহে কাল-খেয়ার মাঝি,
এসো তুমি আমার হালে
আমার পালে।
তোমার টানের তানে নূতন গানে
আমি শুধু গাইব সারি।
হে কাণ্ডারী,
আমি শুধু গাইব সারি।

তুমি নাও চালাবে,
আমি শুধু গাইব সারি।
চাহি ঢেউয়ের পানে
অভয় প্রাণে গাইব সারি।

(বাউল)