কঠিন শাসনে করো মা, শাসিত

কঠিন শাসনে করো মা, শাসিত।
আমরা দয়ার তব নহি অধিকারী।

ছিলে মা, অতুল-বিভব-শালিনী,
মোদের লাগিয়ে হলে কাঙালিনী;
দীনবেশ তব হেরিয়া জননী,
নয়নে নাহি অনুতাপ-বারি।

স্বার্থ-মোহে মোরা সদাই হতজ্ঞান,
আপন দোষে মোরা হারাই নিজ মান।
ভায়েরে ঘৃণা করি, করিয়া অপমান,
পরের কাছে মোরা কৃপা-ভিখারি।

আপন ধন পদ যশের আশায়
মিথ্যা প্রীতি-পুজা জানাই তোমায়;
প্রাণের অঞ্জলি দিতে নারি পায়
যে পদ ধৌত করে জাহ্নবী-বারি।

(খাম্বাজ)