কতকাল রবে নিজ যশ-বিভব-অন্বেষণে

কত কাল রবে নিজ যশ-বিভব-অন্বেষণে?
দু দিনের ধনের লাগি ভুলিলে পরম ধনে!

ঘরেতে ধন কর পুঁজি, সঙ্গে নেবে ভাব বুঝি?
দীনের দুঃখ করো হে মোচন, দীনের অভাব নাই এ দেশে।
দীনের ধনেই ধনী তোমরা- দীনবন্ধু হবেন সুখী।
দীনের দুঃখ করো হে মোচন, পুণ্য হবে ধন-অরজনে।

দুটি ঘরে জ্ঞানের আলো, কোটি ঘরে আঁধার কালো;
এ আঁধার ঘুচাতে হবে- . নইলে এ দেশ এমনি রবে।
দানেই এ জ্ঞান দ্বিগুণ হবে- এরাও তোমার মায়ের ছেলে।
এ আঁধার ঘুচাতে হবে যতনে, অতি যতনে।

পুরানো সে ত্যাগের কথা হৃদয়ে কি দেয় না ব্যথা?
সেই দেশের মানুষ তোমরা-
যেথা রাজার ছেলে হ’ত ফকির, যেথা পরের তরে ঝরত আঁখি;
যেথা ধন হতে প্রেম ছিল বড়ো, যেথা ধনী ছিল দীনের অধীন।
সেই দেশের মানুষ তোমরা- সে কথা কি আছে মনে?

কেন এলে তবে মানবের ভবে রবে যদি নিজ কাজে?
সবাকার মান হোক তব মান, অপমান পর-লাজে।-
সে দিন কবে বা হবে?
জাতিকুল -অভিমান, দ্বেষ-নিন্দা-ভেদজ্ঞান,
ভারতে আনিল মরণ- ভাই হে।
কবে হবে এ সুমতি, সবার উন্নতি হইবে সবারই সাধন-
হেন সাধন আর নাই হে।

এ-হেন সাধনে জীবনে মরণে পুজিব হে প্রেমসিন্ধু।
মোরা পুজিব তোমায়
সেবার কুসুম কুড়াইয়া, নিজের পুজা ঘুচাইয়া,
পরের দুঃখ ঘুচাইয়া, ভারতের আশা পুরাইয়া।
তব পদে ঠাঁই যেন সবে পাই- দয়া করো দীনবন্ধু।
ওহে দীনবন্ধু, তুমি দীনজনের লও প্রণতি, নমো দীনবন্ধু।

(কীর্তন)