লয়ে যাও প্রভু, আজি

লয়ে যাও প্রভু, আজি
জীবন-জলধি-পারে,
যেথা বিরাজেন তিনি
লইয়া গিয়াছ যাঁরে।

নয়নে না দেখি বেলা,
শুধু তরঙ্গেরি খেলা,
জীর্ণ মানস ভেলা-
তুমি পার করো তারে।

তাঁহারে হারায়ে মোরা
দিশাহারা, শান্তিহারা;
দেখো নয়নে বহিছে ধারা,
তুমি বিনা কে নিবারে।

(সিন্ধু)