মা, তোর শীতল কোলে তুলে নে আমায়

মা, তোর শীতল কোলে তুলে নে আমায়,
তোর মেঘে-ঢাকা পাখি-ডাকা শ্যামল শাখায়।

হেথা তোর বিজন বনে হাসে ফুল আপন মনে,
কেউ তারে দেয় না ব্যথা বিচ্ছেদব্যথায়।
হেথা নাই খাঁচার বাধা, নাই পরের বচন সাধা,
হেথা গান গাহে পাখি সুখের হেলায়।

পাষাণের বক্ষ-ঝরা সরসী স্নেহভরা,
কূলেতে ফুলের বিধান বিটপীর ছায়;
হেথা তোর বনের গাওয়া রঙিন ওই পাখির নাওয়া,
হেথা তোর মৃদুল হাওয়া মোর সকল ভুলায়।

সুন্দরের কুঞ্জবনে নীরব বেণু গুঞ্জনে
কে যেন ডাকে আমায়- আয় আয় আয়।
তারি সনে থাকব হেথা, ঘুচাব মোর সকল ব্যথা,
চুপি চুপি কতই কথা ক’ব দুজনায়।

(ভৈরবী)