মেঘেরা দল বেঁধে যায় কোন্ দেশে,
ও আকাশ, বল্ আমারে।
কেউ-বা রঙিন ওড়না গায়ে, কেউ সাদা, কেউ নীল বেশে।
তারা কোন্ যমুনার নীরে ভরবে গাগরি,
কার বাঁশরি শুনল এরা সাগর-নাগরী, মরি মরি!
তারা বাজিয়ে নূপুর ঝুমুর ঝুমুর, যায় চ’লে কার উদ্দেশে?-
ও আকাশ, বল্ আমারে।
কভু বাজিয়ে ডমরু তায়া উল্লাসে নাচে,
কভু ভানুর সনে খেলে হোলি প্রভাতে সাঁঝে, মরি মরি!
তারা বিধুর সনে কি কথা কয় উজল মধুর হেসে!-
ও আকাশ, বল্ আমারে।
আকাশ, বল্ রে আমায় বল্, আমার আঁখি-জল
তাদের মতো জীবনখানি করবে কি শ্যামল- আমায় বল্ রে।
আমি তাদের মতো আমার বঁধুর সনে মধুর খেলা
খেলব কি দিনের শেষে?-
ও আকাশ, বল্ আমারে।
(বাউল-কীৰ্তন)