মিলন-সভা মাতাও আনন্দ-গানে;
বাঁধো আজি প্ৰেমডোর প্রাণে প্রাণে।
শোভন শুভ-উৎসবে
বৈরী আজি বন্ধু হবে!
চাহে চিত সর্বহিত-সুখ-পানে।
সকলে ধরি হাতে হাতে
চলো হে আগে, চলো হে সাথে
গাহো শত কণ্ঠ মিলি একতানে।
কাতরে যাচে বন্ধুজনে
যুবকজন-সম্মিলনে;
ওহে ঈশ, আশিস’ করুণা-দানে।
(তিলক কামোদ)