মিনতি করি তব পায়-
তুমি যাও চলি তরী বাহি।
আমার কূলে এসো না ভুলে,
বেঁধো না হেথা তব তরী।
তুমি তো বেলা হলে যাবে বন্ধন খুলে;
তবে কেন আসিছ গান গাহি?
তব তরণী-তরঙ্গ করে কত রঙ্গ;
রাখিতে নারি হৃদি ঢাকি।
তুমি তো নিবে না মোরে তোমার তরী-‘পরে;
তবে কেন ও মুখপানে চাহি?
(সিন্ধু কাফি)