মধুকালে এল হোলি- মধুর হোলি।
রঙের খেলা, রঙের মেলা, যেথা দেখি আঁখি মেলি।
বসন্ত-সনে বিবিধ বরনে
বনে বনে আজি হোলি।
বিহগ পতঙ্গ রাঙি নিজ অঙ্গ
রঙে করে হোলি-কেলি।
ফাগ-থালা হাতে ফাল্গুন-প্রভাতে
খেলে ভাই ফাগ-খেলা।
ছাড়ি রঙের ঝাড়ি, রঙি সাঁঝের শাড়ি
পালাল কিরণমালী।
গ্রহতারাগণে হানে গগনে
কিরণের পিচকারি;
দেখো, দোলের শশী পীতে রঙিল নিশি
উজল জোছনা ঢালি।
দোলে নানা ছন্দে, রঙিন আনন্দে
নন্দদুলালের দোলা।
নরনারীকূল রঙেতে আকুল-
পথে ঘাটে আজি হোলি।
(কাফি)