মন হ’রে কে পালাল গো?
তারে ধরো।
যখন আছিনু ঘুমে
নীরবে নয়ন চুমে,
পরাইয়া গেল সে গোপনে
আপন কণ্ঠমাল গো।-
তারে ধরো।
না জানি কেমন ভোলা,
দেখে নি দুয়ার খোলা-
সিঁদ কাটি পশি গৃহে
মোর নয়ন বাঁধিল গো।
বুঝি এসেছিল হায়
মোর নয়ন-দুলাল গো!-
তারে ধরো।
(সিন্ধু কাওয়ালি)