মোর আজি গাঁথা হল না মালা,
পরের তোলা ফুলে ভরা ডালা।
তুলিব ফুল যত আপন মনোমত,
যদিও কাঁটা শত দিবে জ্বালা।
যদিও খুঁজিলে চামেলি নাহি মিলে,
সাজাব বনফুলে তার গলা।
একেলা তরু-ছায় গাঁথিতে সে মালায়
যদিও বেলা যায়- যাক বেলা।
(বারোয়াঁ)
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
মোর আজি গাঁথা হল না মালা,
পরের তোলা ফুলে ভরা ডালা।
তুলিব ফুল যত আপন মনোমত,
যদিও কাঁটা শত দিবে জ্বালা।
যদিও খুঁজিলে চামেলি নাহি মিলে,
সাজাব বনফুলে তার গলা।
একেলা তরু-ছায় গাঁথিতে সে মালায়
যদিও বেলা যায়- যাক বেলা।
(বারোয়াঁ)