মোরে কে ডাকে- ‘আয় রে বাছা, আয় আয়’!
বহুদিন পরে যেন মায়ের কথা শোনা যায়।
ওগো, তোমার করুণ স্বরে
আপন জনে মনে পড়ে-
যাদেরে ফেলি’ ধুলি-‘পরে
আছি রত নিজ-সেবায়।
ও সুধাবাণী মরমে পশি
পড়িছে মনে স্নেহরাশি;
আজি আপন দেশে পরবাসী
থাকিতে মন নাহি চায়।
মা, তোমার করি’ অপমান
লভেছি বহু যশ মান;
আজ লাজে অতি ম্রিয়মাণ
এ মুখ দেখাতে তোমায়।
মা, ডাকিলে যদি স্নেহ-ভাষে
রাখিয়ো সদা তব পাশে;
তুচ্ছ ধন-পদ-আশে
আর না যেন দিন যায়।
(পিলু বারোয়।)