বসন্ত
নব রূপ হেরি আজি বিশ্ব বিমোহিত;
তরু নব পত্র ফুলে পুষ্পে বিশোভিত।
কুহরিছে পিককুল, মুকুলে নীপ আকুল,
নন্দিত জীবকুল হরষেতে ব্যাকুল।
সুরভি-অনিলে আজ মৃদুল পরশ,
হেরো বসন্ত পীত-বসন-পরিহিত।
বসন্ত
নব রূপ হেরি আজি বিশ্ব বিমোহিত;
তরু নব পত্র ফুলে পুষ্পে বিশোভিত।
কুহরিছে পিককুল, মুকুলে নীপ আকুল,
নন্দিত জীবকুল হরষেতে ব্যাকুল।
সুরভি-অনিলে আজ মৃদুল পরশ,
হেরো বসন্ত পীত-বসন-পরিহিত।