নমো বাণী বীণাপাণি, জগত-চিত্ত-সম্মোহিনী

নমো বাণী বীণাপাণি, জগত-চিত্ত-সম্মোহিনী,
নমো বাদ-সংগীত-মাতঃ, ভারতী ভবতারিণী।

সৌরলোক গীতচালিত, দ্যুলোক ভূলোক গীতমুখরিত;
ষড় ঋতু ষড়রাগরঞ্জিত বন্দে চরণে বন্দিনী।

সুপ্ত স্মৃতি পুনঃ জীবিত, শান্ত তৃপ্ত তাপিত চিত,
সুখী জন সদা নন্দিত তব সংগীতছন্দে।

প্রেমমুখর মুরলী-রন্ধ্র, সমরে ডমরু মরণমন্ত্র,
গীত আদি-বেদ-মন্ত্র- তব সংগীতছন্দে।
নমো ঈশ্বরনন্দিনী।

(ইমনকল্যাণ)