ওগো আমার নবীন শাখী

ওগো আমার নবীন শাখী,
ছিলে তুমি কোন্ বিমানে?
আমার সকল হিয়া মুঞ্জরিছে
তোমার ওই করুণ গানে।

জগতের গহন বনে
ছি আমি সংগোপনে,
না জানি কি লয়ে মনে
এলে উড়ে আমার পানে।

লয়ে তব মোহন বরন
আমার শুকনো ডালে রাখলে চরণ;
আজ আমার জীবন-মরণ
কোথা আছে কে বা জানে।

ঝ’রে গেছে সকল আশা,
ফোটে না আর ভালোবাসা,
আজ তুমি বাঁধলে বাসা
আমার প্রাণে কোন্ পরানে?

(মিশ্র পিলু)