ও গো দুঃখী, কাঁদিছ কি সুখ লাগি?
সুখের যাতনা জান না কি?
কুসুম দু-দিনে শুকায়ে যায়,
থাকে শুধু কাঁটা তার বোঁটায়;
থাকে কেতকী-বনে ফণী জাগি।
মিলনে সদাই বিরহ-ভয়;
সে জয়ী যে জন বেদন সয়।
দুখের দাহনে হও অমল,
মুছাও দুঃখীর আঁখির জল।-
পেতে যদি চাও, হও ত্যাগী।
(মিশ্র পিলু)