ওগো দুঃখসুখের সাথী, সঙ্গী দিন রাতি, সংগীত মোর।
তুমি ভবমরুপ্রান্তর-মাঝে শীতল শান্তির লোর।
বন্ধুহীনের তুমি বন্ধু,
তাপিত জনের সুধা-সিন্ধু,
বিরহ-আঁধারে তুমি ইন্দু-
নির্জনজনচিতচোর।
দীন হীন পথচারী,
সম্বল হে তুমি তারি;
সম্পদে উৎসবে জনমনোহারী-
সর্বতরে প্রেমক্রোড়।
তব পরশ যবে লাগে
সুপ্ত স্মৃতি কত জাগে;
বিস্মৃত কত অনুরাগে
রাঙে হৃদয় ঘনঘোর।
যাহা বাক্য কহিতে নাহি জানে,
অন্তরে কহ তাই তানে;
মুক্ত কর তুমি, ছিন্ন কর গানে-
বন্ধন কঠিন কঠোর।
গীতিমুখর তরুডালে
তব দূত অমৃত ঢালে;
পুষ্প দোলে তব তালে,
অম্বরে নাচে চকোর।
ভক্তকণ্ঠে তুমি ভক্তি,
বীরকরে নব শক্তি;
সুর নর কিন্নর, বিশ্ব চরাচর,
তব মোহমন্ত্র-বিভোর।
(মিশ্র আশাবরী)