ওগো, সুখ নাহি চাই

ওগো, সুখ নাহি চাই।
তোমার পরান-পাশে
দিয়ো মোরে ঠাঁই।

তুমি যদি থাক সুখে,
আমারে রাখিয়ো সুখে;
তুমি যদি পাও দুঃখ
যেন দুখ পাই।

নাহি বুঝি কান্না হাসি,
দারিদ্র্য সম্পদরাশি;
তোমা ছাড়া সুখ দুঃখ
সকলি বালাই।

(ভৈরবী)