ওহে নীরব,
এসো নীরবে।
গোপন পরানে মম
গোপনে রবে।
নিশির শিশির সম
পশো হে জীবনে মম,
মোরে ফুটাও হে প্রিয়তম,
তব সৌরভে।
তোমারে পাইলে আমি
কারেও কব না স্বামী,
র’ব নীরবে দিবস-যামী
তব গরবে।
(বেহাগ)
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
ওহে নীরব,
এসো নীরবে।
গোপন পরানে মম
গোপনে রবে।
নিশির শিশির সম
পশো হে জীবনে মম,
মোরে ফুটাও হে প্রিয়তম,
তব সৌরভে।
তোমারে পাইলে আমি
কারেও কব না স্বামী,
র’ব নীরবে দিবস-যামী
তব গরবে।
(বেহাগ)