ওহে হৃদিমন্দিরবাসী, আজি লও গো বিদায়

ওহে হৃদি-মন্দির-বাসী, আজি লও গো বিদায়।
যদি দীর্ঘ-সহবাসে
চঞ্চল হৃদি-পাশে
মম প্রেম-কুঞ্জ-সঞ্চিত ফুলডালা ম্লান হয়ে যায়-
আজি লও গো বিদায়।

তোমার নয়নে তিলেকও যদি হই পুরাতন;
আহা এমন সুধা-সিন্ধু
যদি ক’মে যায় এক বিন্দু
তোমার আনন-ইন্দু নিতি দরশে, নিতি পরশে।-
আজি লও গো বিদায়।

আমি তিক্ত বিরহ করিব পান আকুল মিলন-তিয়াষে।
যদি সুখ-পীযূষ করি পান
হয় সুখ-পিপাসা অবসান;
যদি দেবতারে করি অপমান মনোমন্দিরে।-
আজি লও গো বিদায়।

(ভৈরবী)