ওরে বন, তোর বিজনে সংগোপনে কোন্‌ উদাসী থাকে

ওরে বন, তোর বিজনে সংগোপনে কোন্ উদাসী থাকে?
মনের বনের উদাসীরে ডাকে সে আজ ডাকে।

নিজে সে নীরব হয়ে রয়,
শোনে সে ফুল যে কথা কয়;
তরুর হিয়া আলিঙ্গিয়া লতার অনুনয়,
শোনে সে লতার অনুনয়।
পাখিদের প্রগল্ভতা দেয় কি ব্যথা তাকে।

কেউ তারে পায় নাকো ডাকি,
থাকে সে সদাই একাকী;
কোন্ একাকী করল তারে এমন একাকী?
তারে বৃথা খোঁজে চন্দ্র তপন পাতার ফাঁকে ফাঁকে।

আজি মন বিবাগী চঞ্চল,
বিরহে চক্ষু ছল ছল্‌;
সদাই ভনে- ওই বিজনে আমায় নিয়ে চল্‌!
ওরে মোর পাগ্‌লা পরান, পাবি কি তুই তাকে?

(বাউল)