পরানে তোমারে ডাকি নি হে হরি,
ডেকেছি শুধুই গানে;
তাই তো তোমারে পাই নি জীবনে,
ফিরেছি শূন্য প্রাণে।
তুমি চাহ প্রাণ, নাহি চাহ ভাষা;
চাহ দীন বেশ, নাহি চাহ ভূষা;
গাহি নি সে গান- তুমি শুন যাহা,
আর কেহ নাহি শোনে।
তুমি সবাকার হতে আপনার,
সে কথা বুঝিতে বাকি নাহি আর।
তবু শত ঠাঁই শত বার ধাই,
চাহি না চরণ-পানে।
শিখাও আমারে গাহিতে সে সুরে
যা শুনি’ থাকিতে পারিবে না দূরে;
আসিবে হৃদয়ে তব বীণা লয়ে-
মাতাবে নূতন তানে।
(কীর্তন)