প্রেমময়ে রাখিয়ো সদাই দোঁহে স্মরণে

প্রেমময়ে রাখিয়ো সদাই দোঁহে স্মরণে।
যে নব পথে যাত্রা করিলে আজি,
সবার আশিস লয়ে চলিয়ো নিৰ্ভয় মনে।

সংসারের পথে হাঁটা, কত ফুল, কত কাঁটা;
সকলি তাঁহারি দান- ভুলো না কভু দু জনে;

জীবনের সুখে দুখে থেকো সদা হাসিমুখে;
সাধিয়ো আপন হিত সবার হিত-সাধনে।

মিলনে লভিয়ো শক্তি, প্রেমেতে লভিয়ো মুক্তি;
পূজার কুসুম হয়ে রহিয়ো তাঁর চরণে।

(খাম্বাজ)