প্রকৃতির ঘোমটাখানি খোল্‌ লো বধূ

প্রকৃতির ঘোমটাখানি খোল্‌ লো বধু,
ঘোমটাখানি খোল্।
আছি আজ পরান মেলি দেখব বলি-
তোর নয়ন সুনিটোল লো বধু,
নয়ন সুনিটোল।

কত আর নীরব র’বি,
কবে তুই ফিরে চাবি,
মোরে বরি ল’বি বধু?
কবে জীবন-বাসর-বাটে
বাজবে শঙ্খ ঢোল লো বধূ,
বাজবে শঙ্খ ঢোল?

আজি নিখিল-কুঞ্জ-বনে
মিলব পরম বধুর সনে,
বড়ো সাধ মনে বধূ!
এ মোহন রাতে আমার সাথে
বিশ্বদোলায় দোল্ লো বধূ,
বিশ্বদোলায় দোল্!

(বাউল)