প্রভু, মন নাহি মানে।
ভাবি সদা র’ব
চাহি তব পানে।
মাটির খেলনা যায় যে ফাটি,
জানি এ খেলা নয় তো খাঁটি,
তবু কুড়াই ভাঙা মাটি
ভাঙা প্রাণে-
মন নাহি মানে।
ভাবি আজ গেছে বসন্ত,
এবার দুখ হবে অন্ত,
তবু ডাকে পোড়া পাখি
করুণ গানে-
মন নাহি মানে।
না এলে যদি প্রভাতে,
আছি আশায় আঁধার রাতে,
সংসারে যে আসে কাছে
তোমার ভাণে-
মন নাহি মানে।
এসো তুমি ভবের মেলায়,
এসো আমার ধুলা-খেলায়;
পাই যেন নাথ, তোমায় কাছে
সকল টানে-
মন নাহি মানে।
(ভৈরবী)