শুধু একটি কথা কহিলে মোরে।
না জানি কহিলে তুমি
কি মনে ক’রে।
মনে করি’ সেই ভাষা
কখনো উপজে আশা,
কখনো নয়নে জল-
প্রাণ শিহরে।
রচি তাহে কতৃ তান,
কত গাথা, কত গান;
কতবার সঁপি প্ৰাণ
তোমার করে।
(বেহাগ খাম্বাজ)
শুধু একটি কথা কহিলে মোরে।
না জানি কহিলে তুমি
কি মনে ক’রে।
মনে করি’ সেই ভাষা
কখনো উপজে আশা,
কখনো নয়নে জল-
প্রাণ শিহরে।
রচি তাহে কতৃ তান,
কত গাথা, কত গান;
কতবার সঁপি প্ৰাণ
তোমার করে।
(বেহাগ খাম্বাজ)