সখা, দিয়ো না দিয়ো না মোরে এত ভালোবাসা

সখা, দিয়ো না দিয়ো না মোরে এত ভালোবাসা;
জগতে তা হলে মোর রবে না কিছুরই আশা!

তুমি দিলে সারা মন
কি করিব আরাধন?
আসিয়ে তোমার দ্বারে পাব কি শুধু নিরাশা?

প্রতিদিন ফুল তুলে
যাইব তোমার কূলে;
সে দিনের মতো শুধু মিটায়ো প্রেম-পিয়াসা।

লয়ে কোটি কোটি কান
যাব শুনিবারে গান।
শরমে কহিয়ো মোরে একটি মরম-ভাষা।

আমার জীবন-নদী
এত প্রেম পায় যদি,
ভাঙিয়া ভাসিয়া যাবে মোর স্বপনের বাসা।

(মিশ্র দেশ)