থাকিস নে বসে তোরা সুদিন আসবে ব’লে

থাকিস নে বসে তোরা সুদিন আসবে ব’লে;
কারো দিন যায় হরষে, যায় কারো বিফলে।

সুখের ছদ্ম বেশে,
আসে দুঃখ হেসে হেসে,
জীবনের প্রমোদ-বনে ভাসায় আঁখিজলে।

যেথা আজ শুষ্ক মরু,
যেথা নাই ছায়া-তরু,
হয়তো তোদের নয়ন-জলে ভরবে ফুলে ফলে।

জীবনের সন্ধি-পথে
খুঁজে পথ হবে নিতে;
কেউ জানে না কোথায় যাবি, কেউ দিবে না ব’লে।

ভাঙিলে বালির আবাস
বিষাদে হোস্ নে হতাশ,
আছে ঠাঁই, বলে বাতুল, রাতুল চরণ তলে।

(মিশ্র সিন্ধু । খাম্বাজ)