থাকো সুখে তুমি থাকো সুখে, তুমি থাকো সুখে

থাকো সুখে, তুমি থাকো সুখে, তুমি থাকো সুখে।
তাঁর অভয় চরণ রাখো বুকে।- থাকো সুখে, থাকো সুখে।

কাটো দিবস যামিনী, সবার হিতকামিনী,
সে পদ-অনুগামিনী।- সুখে দুখে, থাকো সুখে।

সদয় হোক ভারতী, সত্য হোক সারথি,
সহো সকল সন্তাপ হাসিমুখে।- থাকো সুখে।

নিন্দা দ্বেষ স্বার্থ প্রেমেতে করো ব্যর্থ,
ক্ষমাতে করো বন্ধু সব বিমুখে।- থাকো সুখে।

হোক সফল প্রীতিবন্ধন, সফল হাসি-ক্রন্দন,
আনো জীবন-অঞ্জলি তাঁর সন্মুখে।- থাকো সুখে।

(মিশ্র)