তব অন্তর এত মন্থর আগে তো তা জানি নি

তব অন্তর এত মন্থর আগে তো তা জানি নি।
ভেবেছিনু ফুটিবে ফুল শুনি পিকরাগিণী।

মধুরাতে ফুলহাতে গান কি মোর শোন নি?
কেন রাকা মেঘে ঢাকা ওগো অভিমানিনী?

তুমি যারে ভুলিবারে চাহিয়াও চাহ নি,
সে তোমারে বারে বারে চাহে দিনযামিনী।

ধরা শেষে দিবে এসে তারে অনুরাগিণী!
তবে কেন ধাও হেন ওগো বনহরিণী?

(ভৈরবী । ভৈঁরো)