তোমার নয়ন-পাতে ঘুচিয়া গিয়াছে নিশা

তোমার নয়ন-পাতে ঘুচিয়া গিয়াছে নিশা;
জীবন-বিজনে তাই আজি পাইয়াছি দিশা।

তোমার অন্তর-মাঝে
না জানি কি মধু আছে!
চারি দিকে মরুভূমি, তবুও নাহিকো তৃষা।

মথিয়া আশার জল
উঠেছে যে হলাহল,
আজি সেই তিক্ত বিষ মুধুর পীযূষে মিশা।

(সিন্ধু)