তোর কাছে আসব মা গো,
শিশুর মতো;
সব আবরণ ফেলব দূরে
হৃদয় জুড়ে আছে যত।
দৈন্য যে মা, মনের মাঝে,
ঘুচবে না তা মিথ্যা সাজে;
সব আভরণ করব খালি,
দেখবি মা গো, মনের কালি;
শূন্য যে মোর প্রেমের থালি
তাই চরণে করব নত।
মারবি মা গো, যতই মোরে,
ডাকব আমি ততই তোরে।
ধরব যখন জড়িয়ে হাত
দেখব কেমন করবি আঘাত-
তখন মা তুই, পাবি ব্যথা
ব্যথা দিতে অবিরত।
মনের হরষ মনের আশে
বলব সরল শিশুর ভাষে;
সুখের খেলনা হাতে পেয়ে
তোর কাছে মা, যাব ধেয়ে;
তোর স্নেহাশিস মাথায় লয়ে
ভবের খেলা খেলব যত।
(কালাংড়া)