তুমি দাও গো দাও মোরে পরান ভরি দাও।
তখন নিয়ো গো নিয়ো যত তুমি চাও।
পথের অতিথি এসেছি পিপাসী;
কে তুমি বসিয়া পূর্ণ কলসী?
মিটাও মিটাও মোর পিপাসা মিটাও।
শূন্য আধারে এসেছি দুয়ারে,
দিবে কি ভরিয়া রতন-সম্ভারে?
ঘুচাও ঘুচাও মোর দৈন্য ঘুচাও।
(ভীমপলশ্রী)
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
তুমি দাও গো দাও মোরে পরান ভরি দাও।
তখন নিয়ো গো নিয়ো যত তুমি চাও।
পথের অতিথি এসেছি পিপাসী;
কে তুমি বসিয়া পূর্ণ কলসী?
মিটাও মিটাও মোর পিপাসা মিটাও।
শূন্য আধারে এসেছি দুয়ারে,
দিবে কি ভরিয়া রতন-সম্ভারে?
ঘুচাও ঘুচাও মোর দৈন্য ঘুচাও।
(ভীমপলশ্রী)