উজ্জ্বল সমর-বেশে এসো নটনারায়ণ

হেমন্ত
উজ্জ্বল সমর-বেশে এসো নটনারায়ণ।
হেরি তোমার মুরতি, বিপদ-দুঃখ-বারণ।

এসো সমর-সাজে এ ভুবন-মাঝে;
শকতি দেহো দেহে, অন্তরে অভয় আনো।

হেমকান্তি ধরি এসো হেমন্তের কালে,
বাজুক ডমরু ভেরী উদ্দাম তালে।

তুরঙ্গ-বাহন-‘পরে, ভরি তূণ খর শরে,
ভুবনবিজয়ী এসো, এসো দানবত্রাসন;

(নটনারায়ণ)