ভোল্‌ রে ভোলা, ভোল্‌

ভোল্‌ রে, ভোলা, ভোল্‌।
ভুলে যা কাঁটার ব্যথা,
ফুলগুলি তুই তোল্‌।

কে গেল ছলন করে
কে গেল দলন করে
এখনও তাই ভেবে কি
চিত্তে দিবে দোল্‌।
ভোল্‌ রে ভোলা, ভোল্‌।

যে তোরে খুঁজি খুঁজি
হরে লয় সকল পুঁজি
তারে তুই বন্ধু জেনে
অঙ্গে দে রে কোল।

দাঁড়া তুই সবার পিছু,
যে নিচু সেই তো উঁচু,
ভুলে যা দশের নিন্দা,
যশের উচ্চ রোল।
ভোল্‌ রে ভোলা, ভোল্‌।

কুরূপের তীক্ষ্ণ বাণে
যদি তোর হৃদয় হানে,
চেয়ে দেখ্‌ নিশীথিনীর
নয়ন সুনিটোল।

আছে তোর গানের তরী,
আছে তোর প্রেমের হরি,
ভুলে যা ঝড়ের বাধা,
খোল্‌ রে নোঙর খোল্‌।
ভোল্‌ রে ভোলা, ভোল্‌।

(ভৈরবী)