এক জীবনে আর কতবার
আমি, কেঁদে যাবো,
এক জীবনে আর কতবার
আমি, ব্যথা পাবো।
এই জীবনের শেষে আমার
মরণ এসে দাঁড়ালে পাশে,
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো।
কিছু ব্যাথা পাওয়া; কিছু্ ব্যাথা নেয়া
কিছু ফিরে পাওয়া; কিছু্ মনে রাখা,
এই এক জীবনে যদিও হয় পূরণ
তবুও আমি জানি,
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো।
যদি মন ভাঙ্গে; যদি স্বপ্ন গড়ে
মুছে গিয়ে সব অভিলাষের ভীড়ে,
এই এক জীবনে যদিও হয় পুরণ
তবুও আমি জানি,
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো।
কন্ঠ ও সুর: আইয়ুব বাচ্চু