পাখি শাস্ত্র

মানুষ আমি আমার কেন
পাখির মতো মন,
তাইরে নাইরে নাইরে
গেল সারাটা জীবন।

হেইয়া বোলা বোল
হেইয়া বোলা বোলারে,
হেইয়া বোলা বোল।

কোন ডালে এই মানুষের
বসেনা তো মন,
শুধু শুধু মজা পাই
করিতে ভ্রমণ।

মেঘের বেশে আকাশ দেশে
ঘুরি সারাক্ষণ,
কান্নার সুরে বৃষ্টি ঝরে
নুপুরের মতন।

কন্ঠ: পথিক নবী