কেন তুমি বোঝনি আমাকে
জানোনা কি তুমি হারালে,
হৃদয়ের সবটুকু জুঁড়ে তুমি
ঝিরিঝিরি হাওয়া বলে দেয়,
কতটা আপন আমি তোমার
জীবনের সবটুকু জুড়ে তুমি।
তুমি জানোনা এই হৃদয়ের হৃদয়টা তুমি
তুমি আমার প্রেম, শুধুই আমার প্রেম।
কিসের আশায় পথ চাওয়া
কিসের ব্যথায় হতাশ হওয়া,
কখনো কি তুমি ভেবে দেখেছো?
ঘুমের মাঝে স্বপ্ন আসে
স্বপ্ন এলে তুমি আসো,
তুমি আর স্বপ্ন দু’জন তখন আপন।
কন্ঠ ও সুর: আইয়ুব বাচ্চু