ভাজ খোলো

তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও
করি প্রেমের তর্জমা,
যে বাক্য অন্তরে ধরি
নাই দাঁড়ি তার, নাই কমা।

থি রারা, রারা, রারা
থি রারা, রারা, রারা, রা

তীর্থে তীর্থে বেড়াই ঘুরি
পন্থে পন্থে বেড়াই ঘুরি,
মনকে ব্যাঁকাত্যাড়া করি
মনের মেঘ তো সরে না।

তা রারা রারারারা
তা রারা রারারারা, রারা, রা

দাঁড় টেনেছি দাঁড়ির সঙ্গে
তীর ভেঙেছি তারই রঙ্গে,
কী বিভঙ্গ নারীর অঙ্গে
পুষ্পে মধু ধরে না।

ধুম তানা, রারা, রারা
ধুম তানা, রারা, রারা, রা

বর্ষা দেখাও, গ্রীষ্ম দেখাও
শীত-বসন্ত-শরৎ দেখাও,
স্বরব্যাঞ্জন বর্ণ শেখাও
ওম ছাড়া শীত মরে না।

কন্ঠ: সঞ্জীব চৌধুরী, বাপ্পা মজুমদার
কথা: বাপ্পা মজুমদার, কামরুজ্জামান কাজল