এই যে রঙীন পৃথিবী
একটি লাজুক হাসি
বরফ থেকে নদী
১৬টি মোমবাতি।
কুয়াশার মাতামাতি
সুরেলা বাঁশের বাশী
কবিতার পঙতি
১৬টি মোমবাতি।
আবেগের পায়চারী
সুখের আলোকঝারি
বানভাসি চাঁদনী
১৬টি মোমবাতি।
কন্ঠঃ ঝলক
সুরঃ আইয়ুব বাচ্চু
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
এই যে রঙীন পৃথিবী
একটি লাজুক হাসি
বরফ থেকে নদী
১৬টি মোমবাতি।
কুয়াশার মাতামাতি
সুরেলা বাঁশের বাশী
কবিতার পঙতি
১৬টি মোমবাতি।
আবেগের পায়চারী
সুখের আলোকঝারি
বানভাসি চাঁদনী
১৬টি মোমবাতি।
কন্ঠঃ ঝলক
সুরঃ আইয়ুব বাচ্চু