এভাবেই যদি
কেটে যায় দিন যাকনা,
এভাবেই যদি
অনিয়ম হয় হোকনা।
প্রলয়ী আমি ছন্নছাড়া সাজাই জীবন
এলোমেলো একাকী।
যেখানে ফুরায় এ পথ
অচেনা ছড়াছড়ি,
যেখানে ঘুমায় এই রাত
অবিনাশী জড়াজড়ি,
সেখানে শুধাই এ গান
অন্য সুরে।
যেখানে ফুরায় আলো
এই আমি জেগে উঠি,
যেখানে সুখের সময়
অসময় কেঁদে উঠি,
সেখানে শুধাই এই সুর
অন্য গানে।
কন্ঠ ও সুর: পার্থ বড়ুয়া