অসুস্থ আমি এক হাসপাতালে
শুণ্য এ বুক কাঁদে ভিজিটিং আওয়ারে।
একটি হাসি দেখার তরে আমার যত আশা
আত্মা ছাড়া আত্মীয়রা মিছেই বাঁধে বাসা,
অপেক্ষা ভুলে গেছি ওষুধের ঘ্রাণে
সিরাপের তেতো স্বাদ অতৃপ্ত বুকে।
ওয়ার্ডবয় নার্সগুলি আছে ভরসায়
কখনো মায়ের মতো অশ্রু মুছায়,
স্নিগ্ধ ডাক্তার এসে মাঝে সাঝে
মাথায় বুলিয়ে হাত জানতে চায়,
কেমন আছি?
কন্ঠ ও সুর: আইয়ুব বাচ্চু