মন পুড়ে ছাই হয়

মন পুড়ে ছাই হয়
সে ছাই উড়ে উড়ে চলে যায়
দূর অজানায়।

জীবনটা ভাললাগে
বসে থাকে নিচু ডালে
একটি চড়ুঁই খুব একলায়।

মন পুড়ে ছাই হয়।।

বার্নিশটা জ্বলে যায়
বারান্দায় পড়ে থাকা
ইজি চেয়ারটায়; এই সীমানায়।

দেয়ালের পরগাছা
সিক্ততা খুঁজে পায়,
নিজ বাসনায়; ভাল লাগায়।

ভিনদেশী এই আমি
দূরে থাকা বুঝে যাই
সন্ধ্যা বেলায়; খুব একলায়।

মন পুড়ে ছাই হয়।।

কন্ঠ ও সুরঃ আইয়ুব বাচ্চু