বাল গোপালের রূপে এসেছিলে তুমি
কোন্ সে অতীত যুগে আমার এ কোলে;
গভীর সোহাগে স্নেহে সোনামুখ চুমি
আপনারে হারাইনু মধুর ‘মা’-বোলে।
আমি সে লতিকা রচি’ শীতল বিতান
স্নেহের অঞ্চল পাতি ছিনু প্রতীক্ষায়-
সার্থক করিয়া মোর মাতার পরাণ,
ফুটিলে ফুলের রূপে কবে সুষমায়?
এই ধরণীর সেই প্রথম ঊষায়,
গাহিল বিহগ যবে আদি জাগরণ-
ক্ষুদ্র বনফুল, আমি চিনি তোমায়
গগনের জ্যোতির্ম্ময় প্রথম তপন!
হে চির-সুন্দর! মনে পড়ে, একদিন
আমারেই ডেকেছিল বাঁশরী তোমার,
কোথা সেই রাধা- কোথা যমুনা পুলিন,
জাগিছে সে স্মৃতি আজো মনের মাঝার।
ভক্ত কহে আছ তুমি তীর্থে ও মন্দিরে,
জ্ঞানী কহে জলে, স্থলে, বাতাসে, বিমানে,
কবি চাহে কাব্যে তার ফুটে ওঠ ধীরে,
শিল্পী চাহে আঁকিবে সে পটে ও পাষাণে।
ক্ষুদ্র নারী আমি, প্রভু, হেরি গো তোমায়-
কখনো জীবনারাধ্য প্রিয়তম রূপ,
কখনো এ ধূলি-স্নান অঞ্চলের ছায়,
স্নেহের দুলাল তুমি আনন্দ স্বরূপ।
গাহিছে নিখিল বিশ্ব অমৃতের জয়
দিকে দিকে হেরি মূর্ত্ত আনন্দের লীলা
রূপে রসে ভরা তুমি বর্ণ-গন্ধ-ময়-
নহ শুধু দারুব্রহ্ম- নহ শুধু শিলা।