স্বপন আমার
গিয়াছে হারায়ে
কি দেখিনু তাহা পড়ে না মনে,
ছুটেছিনু কোন্
সাগরের বুকে
গিয়েছিনু কোন্ ফুলের বনে?
ফুটেছিনু বুঝি
তারা হয়ে ওই
নীল গগনের বিশাল দেহে
রামধনু হয়ে
উঠেছিনু হাসি
নীরদের পাশে আলোর স্নেহে?
ছায়াপথ হয়ে
করিনু সরল
অমরীগণের গমন-পথ,
ছিনু তরুছায়া?
পাখীর কণ্ঠে
ফুটিনু প্রভাত কাকলীবৎ?
ঢেউ হয়ে আমি
সুদূরের পানে
ছুটে যাই গেয়ে কতই গান?
ফিরে আসি, কভু
সিকতার পরে
মূরছিয়া পড়ি হতাশ প্রাণ?
বরষার বিলে
ফুটিনু কমল,
ঊষার প্রথম আলোক-লেখা,
ছিনু বারিধারা,
মেঘের কণ্ঠে
হীরকের মালা বিজলী রেখা?
কি ছিনু স্বপনে-
মাঠে মাঠে বুঝি
রমার হরিৎ আঁচল খানি,
জ্যোছনা স্বপনে
হাসে ধরা যার
আমি সে চাঁদিমা নিশার রাণী?
ছিনু সেই বাঁশী-
অভিসার পথে
যাহার মধুর সুরটি বাজে,
কোজাগরী সাঁঝে
আলিপনা ছবি
আঁকে মোরে বধূ আঙিনা মাঝে?
ভুলে গেছি, হায়,
কোথা ছিনু আমি-
ছিলাম সেথায় লতা কি ফুল?
জাগরণ মিছা
অথবা স্বপন
কোন্টি আমার মনের ভূল?