জিজ্ঞাসা

শুধুই কি এ জীবন নিশার স্বপন?
লীলাময় বিশ্বধারা
চন্দ্রমা, তপন, তারা,
মিথ্যা এই গিরি, নদী, গগন, ভুবন?

প্রভাত, নিশীথ, সন্ধ্যা, দীপ্ত সূর্য্যকর,
বিরাট সুনীল সিন্ধু,
বরষার বারি বিন্দু,
স্বপ্ন এ বিরাট সৃষ্টি, মিথ্যা চরাচর?

শুধুই কি প্রকৃতির উন্মত্ত খেয়াল?
ছয় ঋতু আসে যায়,
নীল গগনের গায়
ভাসে মেঘ, ওড়ে পাখী, একি মায়াজাল

মমতা-করুণা-প্রীতি, সিদ্ধি ও সাধনা,
সুখ-দুঃখ, শোক-শান্তি,
জীবনের ভুল-ভ্রান্তি,
মন্দিরে মন্দিরে চির দেব-আরাধনা,

বিটপী, বল্লরী আর ফোটে যত ফুল,
রূপ-রস-বর্ণ-গন্ধ,
সুমধুর গীতি-ছন্দ,
শুধু মায়া, শুধু ছায়া, শুধু মহাভুল?

অনন্ত জীবন ওই বায়ু বহি আনে,
জননীর আত্মদান,
সতীর অমল প্রাণ,
নাহি তুমি, নাহি আমি,- সহে না এ প্রাণে।

অপূর্ব্ব শৃঙ্খলাময় বিশ্ব চরাচর
কহ আজি দয়াময়,
মিথ্যা নয়, স্বপ্ন নয়,
সমাপ্ত হবে না কিছু জীবনের পর!

দেখাও আঁধারে আলো, হে মঙ্গলময়,
অনন্ত উদ্দেশ্য ভরা
তোমার এ ভাঙ্গা গড়া,
সত্য এ বিরাট বিশ্ব শুধু খেলা নয়।

নিখিলের প্রতিবিন্দু, প্রতি অণুকণা
মাঝে তুমি স্বপ্রকাশ,
দূরে যা’ক্ অবিশ্বাস,
সত্য হোক্ জীবনের এ মহা সান্ত্বনা।