নবযুগে

আজ ভুবনে
ফুলের বনে
আগুন লেগেছে-
মরা গাঙে
দু’কূল ভেঙ্গে
জোয়ার এসেছে;
জীবন মরণ তুচ্ছ করে
এগিয়ে চল লক্ষ্য ধরে,
ঝাঁপিয়ে পড় রূপ-সায়রে,
দেবতা ডেকেছে-
ওই যে তাঁহার
অভয় বাণী
আকাশ ছেয়েছে।

অগ্নি-শিখা
জয়ের টীকা
পরায় তাহারে-
যে আজ মরণ
করে বরণ
নিবিড় আঁধারে;
ভাঙ্গরে আজি পাষাণ-কারা
দেখুক্ চেয়ে তপন, তারা,
স্রোতের সাথে জীবন-ধারা
মিশ্‌ছে এ পারে-
সঞ্জীবনী
মিল্‌বে আবার
নদীর ও পারে।

কোথায় মালা
বরণ ডালা
সাজিয়ে তোরা নে,
শূন্য পথে
সোনার রথে
দেখ্‌ না মহানে-
এ কোন্ রাজা সিংহাসনে
বস্‌তে আসে শুভক্ষণে
আশার আলো নয়ন কোণে
সকল বয়ানে-
রক্তকমল
উঠ্‌ছে ফুঠে
বিশ্ব-পরাণে।

শঙ্খ বাজা
তোরণ সাজা
দৃষ্টি খুলেছে-
মিলায় ছায়া
মিলায় মায়া
আলোক লেগেছে-
পাবি আবার সোনার খনি
পাবি তোদের বক্ষ-মণি
ওই শোনা যায় চরণ-ধ্বনি
দেবতা এসেছে;
বর নে রে আজ
মুক্ত ধারায়
বাঁধন খসেছে।

বক্ষ চিরে
রক্ত দে রে
মায়ের চরণে;
পাবি সুধা
মিট্‌বে ক্ষুধা
মৃত্যু বরণে।
কাটিয়ে অমানিশার রাতি
উঠ্‌বে জ্বলে হাজার বাতি
সুন্দরেরই হবি সাথী
অমর জীবনে-
জয় ধ্বনি
উঠ্‌বে তোদের
সকল ভুবনে।