ওগো মুগ্ধা, চিনেছ কি মোরে?
সঙ্গোপনে তোমাদেরি তরে
নিশার নয়নে বুনি স্বপনের জাল,
ভ্রমি আমি পুষ্পময় রথে,
ধরণীর ছায়াছন্ন পথে,
প্রভাতের জাগরণ আমারি খেয়াল!
পদ স্পর্শে ধরণীর ধূলি
সোনা হয়, গেছ কিগো ভুলি?
নহি কিগো আমি তব চির পরিচিতা?
নীলাঙ্গনে ছায়াপথ ভাসে
আলো মেঘে রামধনু হাসে,
সেও মোরি লীলা, আমি বিশ্বের বাঞ্ছিতা!
সৃজনের প্রথম প্রভাতে,
জেগেছিনু অমৃতের সাথে,
লুটায় চরণ প্রান্তে তরল যৌবন,-
নৃত্যময় ছন্দের প্রবাহে,
মহানন্দে নিত্য অবগাহে,
সৌন্দর্য্য ধারায় মোর নিখিল ভুবন;
মুক্ত করি অমরার দ্বার
সঞ্জীবনী আনি বার বার
বিলাই ধরার গৃহে আনন্দের গীতি,
বর্ণে গন্ধে সুষমা সলিলে,
পলে পলে এ মহা নিখিলে,
বিশ্বের পরাণ পাত্র পূর্ণ করি নিতি।
কহ আজি চিনেছ কি মোরে?
দূর্ব্বাদলে সবুজের ‘পরে
স্নেহের অঞ্চল খানি রেখেছি পাতিয়া;
ইচ্ছারূপে জাগি মনোলোকে
বন্যাসম চঞ্চল পুলকে
প্রাণ ধারা জেগে ওঠে দু’কূল ছাপিয়া।
তারাভরা গভীর রজনী
যুগে যুগে মোরি জয়ধ্বনি
অনাহত লুরে গাহে শুনেছ কি তুমি?
মুখরিত কল্লোলের মাঝে
আমারি নুপূর দুটী বাজে,
নাচিছে সুনীল সিন্ধু পদতল চুমি।
চিনেছ কি মোরে?
কখনো দেখেছ কিগো আলোময় ভোরে
হয়ে আছে লেখা
গগনে ভুবনে শুধু দুটী চরণের
রাগরক্ত অলক্তক রেখা?