সফলতা

নিভৃতে মরম তলে
কত রবি-ছবি জ্বলে
কত চাঁদ হেসে যায়, তারকা ফোটে
ফুটিছে কতই ফুল
বাতাস দোদুল দুল
শিরায় শিরায় মোর ফাগুন লোটে।

তুলি কল কল তান
ভাদরের ভরা বান
ছাপিয়া উঠিছে আজ জীবন-কূলে
মানসে তাহারি বীণ
বাজিতেছে নিশি দিন
বিদায় দিয়েছি যারে ক্ষণিক ভুলে।

ফুলবনে উঠে ভাসি
সেই সে মধুর হাসি
দেহের সুরভি তার বাতাসে আসে;
তারকায় থাকে জাগি
তাহারি বিভল আঁখি
তাহারি মোহন রূপে জ্যোছনা হাসে।

মেঘে ফোটে তারি ছায়া
বিজলী তাহারি মায়া
সহসা লুকায় কোথা গগন ‘পরে?
কত মরু, বন, গিরি,-
পাষাণের বুক চিরি’
বাদলের ধারা সনে পেয়েছি তারে।

ওই যে নীলিমা কোলে
সুনীল বসন দোলে
তাহারি লীলায় যে গো নিখিল ভরা;
কখনো মানস লোকে
কখনো ফুটিছে চোখে
গগনে পবনে আজ পড়েছে ধরা।

তারি বসন্তের বাণী
জাগায় হৃদয় খানি
তারি রূপে চরাচর ওঠেছে ভরি-
এ দেহে জাগিছে আজ
শুধু সে হৃদয়-রাজ
জীবন যৌবন মোর সফল করি।