সুন্দর শ্যামল বিশ্ব
তব করুণায় ভরা,
বহে বায়ু গভীর উচ্ছ্বাসে,
ফুটায়ে ঊষার হাসি
প্রেমিকা প্রকৃতি দেবী
পরিপূর্ণ সৌন্দর্য্য বিকাশে;-
নীলাকাশে সন্ধ্যারাণী,
ফুটায়ে নক্ষত্র ফুল,
পূজা করে যুগল চরণ,
ধ্যানময়ী নিশীথিনী
পবিত্র যোগিনী বেশে
পায়ে সঁপে সোনার স্বপন।
কবিতা-কুসুম-হারে
সাজাইতে পাদু’খানি
আজি মম নিষ্ফল প্রয়াস;
জীবনের মাঝে মম,
বিমল সৌন্দর্য্যময়ি,
কবে হবে তোমার প্রকাশ?
করিছে বন্দনা তব
ভূমণ্ডল সমীরণ,
নদনদী, গিরি, পারাবার,
কবির আরাধ্যা দেবি,
রাতুল চরণ ‘পরে
সমৰ্পিণু কবিতা আমার।